ঢাকা
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ২১: ২৯
চট্টগ্রামের চন্দ্রঘোনায় এক পথসভায় বক্তব্য দেন হাছান মাহমুদ
আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দিয়ে নির্বাচন বর্জনকারীদের মুখে কালিমা লেপন করবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দ্রঘোনায় আয়োজিত বিজয় র্যালির শুরুতে এক পথসভায় হাছান মাহমুদ এসব কথা বলেন। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ এ শোভাযাত্রায় আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, এই রাঙ্গুনিয়া ও বোয়ালখালী অংশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এগুলো আপনারা মাথায় রাখবেন। ৭ তারিখ মা-বোন, বউ-বাচ্চা ও নাতিদের নিয়ে ভোট সেন্টারে যাবেন। যারা ভোট বর্জন করতে চেয়েছিল, নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা তাদের মুখে কালিমা লেপন করে দেব ইনশা আল্লাহ।’
দেশের উন্নয়ন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনার এবং তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা এখানেই যে আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায়।’