গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল না দিলে ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ অন্য গ্রাহকদের জন্য যা করে, তাদের (বিএনপি) জন্যও সেটাই করবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আর সেটি করলে কী হবে, সেটিও তাদের চিন্তায় নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
বিএনপি ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতা করা এবং কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার যে আহ্বান জানিয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব মন্তব্য করেন।
আজ বুধবার দুপুরের পর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দলটি সরকারকে ‘সব ক্ষেত্রে’ অসহযোগিতা করার জন্য জনগণকে অনুরোধ করেছে।
বিএনপির পক্ষ থেকে জনগণকে সব প্রকার কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। আজ দুপুর সাড়ে ১২টায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান ও অনুরোধ জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির এ আহ্বানের বিষয়ে সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ‘যারা “অসহযোগ” করবেন, তাদের বাসা থেকে যদি বিদ্যুৎ চলে যায়, পানি যদি বন্ধ হয়ে যায়, যেহেতু ওনারাই চাচ্ছেন বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে, তাহলে কী হবে? তারা কি সেটি বুঝতে পারছেন?’
মন্ত্রী বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল না দিলে ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগ অন্য গ্রাহকদের জন্য যা করে, তাদের জন্যও সেটাই করবে। তাহলে কী হবে? সেটিও তাদের চিন্তায় নেওয়া উচিত।’
আসাদুজ্জামান খান বলেন, ‘এ দেশের জনগণ তাদের চেনে। এ সমস্ত ডাকে জনগণ কোনো দিনই রিঅ্যাকশন (প্রতিক্রিয়া) দেখাননি। আমার মনে হয়, জনগণ সময়মতো ভোট দেবেন এবং নির্বাচন কমিশন সুন্দর নির্বাচন উপহার দেবে।’