ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি রোধের প্রস্তুতির অংশ হিসেবে সিটি করপোরেশন, পৌরসভাসহ সারা দেশের সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া রিমাল আঘাত আনতে পারে—এমন এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে তৈরি করে রাখা হয়েছে। তাই এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, তবে ক্লাস হবে না।
ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি রোধে প্রস্তুতির অংশ হিসেবে আজ রোববার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা শেষে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। সভায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, ‘অতীতের অভিজ্ঞতার আলোকে এই দুর্যোগ মোকাবিলার জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত রয়েছি। মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য সর্বাত্মকভাবে কাজ করা হচ্ছে। আশা করা যায়, এই ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই সব মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে পারব।’ উপকূলের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত আট লাখের বেশি মানুষ ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে গেছেন বলে জানান প্রতিমন্ত্রী। যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, সেসব এলাকার সব মানুষকে কালক্ষেপণ না করে এখনই নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মহিববুর রহমান বলেন, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। সেখানে পর্যাপ্ত শুকনা খাবার ও চিকিৎসাসামগ্রী পৌঁছে গেছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে আজ সন্ধ্যা থেকে কাল সকাল পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বন্ধ রাখা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে, সেগুলো যদি সবাই আন্তরিকতার সঙ্গে পালন করেন, তাহলে এই দুর্যোগও আগের মতো মোকাবিলা করা যাবে।
আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের প্রায় প্রতিটি বিভাগে বৃষ্টিও হতে পারে। রিমালের প্রভাবে দেশের ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।